শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুদানফেরত বাংলাদেশিদের পাশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

বিমানবন্দরে সুদানফেরত বাংলাদেশিদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। ছবি : সংগৃহীত

সংঘাতময় সুদান থেকে ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের সহায়তায় এগিয়ে এসেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। 

সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ১৩৬ প্রবাসী। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

অবতরণের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ১৩৬ প্রবাসীর প্রত্যেককে ৩ হাজার এবং আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে যাতায়াত ভাতা হিসেবে দেওয়া হয়েছে। এর আগে সুদান থেকে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার জন্য ২ লাখ ডলার দেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এ ব্যাপারে সহকারী পরিচালক নাজমুল হক জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

আরো পড়ুন:পদ্মা সেতুর পাশে ‘বঙ্গবন্ধু অপেরা হাউজ’ নির্মাণের প্রস্তাব

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। দিনে দিনে পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় সরকার। সরকারি হিসাবে সুদানে দেড় হাজারের মতো বাংলাদেশি রয়েছেন। পরিস্থিতির ক্রম অবনতি ঘটায় প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে সুদানফেরত প্রবাসীদের যথাসম্ভব সহায়তা প্রদান করছে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড।

এম/

 

সুদান বাংলাদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন