শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

স্ত্রীর রাগ কমাতে গিয়ে জিতে নিলেন ১৬ কোটি টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:৪২ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্ত্রীর রাগ কমানোর জন্য মানুষ কতকিছুই করে। একজন স্ত্রীর জন্য টিকিট কিনেছিলেন। তাতেই ভাগ্য ফিরেছে। একথাতো সত্য যে, স্ত্রীর রাগ স্বামীর জন্য কঠিন বিষয়। ফলে দ্রুত রাগ পানি করতে নানা ব্যবস্থা নিয়ে থাকেন স্বামীরা।

অস্ট্রেলিয়ার বাসিন্দা যুবক বউয়ের রাগ কমাতে একসঙ্গে দুই- দুইটা লটারির টিকিট কিনেছিলেন। নিজের নামে একটি, অন্যটি সহধর্মীনির নামে। তাতেই কপাল ফিরল। রাতারাতি ১৬ কোটি টাকার মালিক হলেন যুগল। দুই টিকিটেই জ্যাকপট জেতেন তারা।

যুবক জানিয়েছেন, লাগাতার তিন দশক ধরে লটারির টিকিট কেনার পর ভাগ্য খুলল তাদের। প্রতি সপ্তাহেই লটারির টিকিট কিনে ভাগ্য পরীক্ষা করতেন স্বামী-স্ত্রী। যদিও কখনোই শিঁকে ছেড়েনি। গত সপ্তাহে লটারি টিকিট কিনতে ভুলে গিয়েছিলেন যুবক। এতেই রেগে আগুন হন স্ত্রী। রাগ পানি করতে পরের সপ্তাহে একটির বদলে দুইটি টিকিট কেনেন তিনি।

এরপরেই আশ্চর্য কাণ্ড ঘটে যায়। দুই টিকিটেই পুরস্কার জিতে নেন তারা। সব মিলিয়ে টাকার অঙ্ক ১৬ কোটি ৪ লাখ। এর মধ্যে একটি টিকিটের পুরস্কার মূল্য ছিল আট কোটি ২৫ লাখ টাকা। বাকি টাকার অঙ্ক অন্য টিকিটের।

যুবক বলেন, আমার স্ত্রীর বিশ্বাস ছিল একদিন না একদিন কপাল খুলবে। ও নির্দিষ্ট একটি নম্বরের টিকিটই কাটত। শেষ পর্যন্ত ওর বিশ্বাস বাস্তবে পরিণত হল। যুবক আরো জানিয়েছেন, এই অর্থ পরিবারের জন্য ব্যয় করবেন তিনি। আগামী প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত করবেন।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

স্ত্রীর রাগ ১৬ কোটি টাকা অস্ট্রেলিয়া লটারির টিকিট সহধর্মীনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250