বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দিনের রিমান্ডে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সভাপতি পারভেজ এলাহিকে রবিবার অবৈধ নিয়োগের মামলায় ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হয়েছে। রবিবার, লাহোরের একটি দুর্নীতি বিরোধী আদালত পাঞ্জাব বিধানসভার বেআইনি নিয়োগের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সভাপতি চৌধুরী পারভেজ এলাহিকে আটকে রাখার অনুরোধ নাকচ করে দেয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মুর্তজা ভির্ক পাঞ্জাবের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন। পাঞ্জাব বিধানসভায় বেআইনি নিয়োগের মামলায় এসিই কর্তৃপক্ষ গ্রেফতার করে তাকে। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্যে লাহোর আদালতে হাজির হন তিনি।

গুজরানওয়ালার একটি স্থানীয় আদালত তাকে দুটি দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দেওয়ার পর গত শনিবার পাঞ্জাব এসিই তৃতীয়বারের জন্য এলাহিকে আটক করে। এসিই মুখপাত্র জানান, পাঞ্জাব বিধানসভায় ১৭ গ্রেডের চাকরির জন্য ১২ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন এলাহি। নথি কারচুপি করে প্রার্থীদেরকে প্রাদেশিক আইনসভায় নিয়োগ দেওয়া হয়।

আই.কে.জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন