ছবি: সংগৃহীত
প্রেমে সিলমোহর দিয়েছেন সদ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তমন্না ভাটিয়া। সেখানেই তমন্না জানান, ১৮ বছরের শপথ ভেঙে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
প্রায় দু’দশকের লম্বা কর্মজীবন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এখন বলিউডেও পরিচিত মুখ তিনি। এত বছরের কর্মজীবনে কখনও পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী তমন্না ভাটিয়া। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘লাস্ট স্টোরিজ় ২’-এর প্রচার ঝলকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। তবে কি এত বছরের শপথ শেষমেশ ভাঙলেন তমন্না?
‘লাস্ট স্টোরিজ় ২’-এ বাঙালি পরিচালক সুজয় ঘোষের একটি গল্পে অভিনয় করেছেন তমন্না। তাঁর বিপরীতে রয়েছেন তাঁরই চর্চিত প্রেমিক ও বলিউড অভিনেতা বিজয় বর্মা। সিরিজ়ের প্রচার ঝলকে বিজয়ের সঙ্গেই অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়।
এ বার ওই দৃশ্য নিয়েই মুখ খুললেন তমন্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না জানান, ‘লাস্ট স্টোরিজ় ২’-এর জন্যই প্রথম বার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন তিনি। তমন্না বলেন, ‘‘আমি আমার এত বছরে কর্মজীবনে কখনও কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি হচ্ছি সেই দর্শক, যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে একটু গুটিয়ে যাই।
বা আমার মনে হয়, ‘আমি এটা কখনও করব না’। আমি তো এত দিন এই সিদ্ধান্তেই স্থির ছিলাম যে, আমি পর্দায় কোনও চুম্বনদৃশ্যে অভিনয় করব না।’’ তবে ‘লাস্ট স্টোরিজ় ২’-এর জন্য সেই শপথ ভেঙেছেন তমন্না। নেপথ্যে কি তাঁর চর্চিত প্রেমিক বিজয়? তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেত্রী।
তবে তমন্নার কথায়, ‘‘আমি সব সময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি খুশি ও কৃতজ্ঞ যে, সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছেছিলেন। এর আগে তো কোনও অন্তরঙ্গ দৃশ্যে আমি অভিনয়ই করিনি। তাই এমন একটা চরিত্রের জন্য আমায় না-ই ভাবতে পারতেন।’’
আরও পড়ুন: ৫০০ টাকা নিয়ে মুম্বই গিয়ে এখন পারিশ্রমিক পান কোটি টাকা, কে সেই অভিনেত্রী!
এসি/আইকেজে