সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু *** পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি সেই যুগল গ্রেপ্তার *** ‘কালো বিড়াল’ দত্তক নেওয়া যে কারণে নিষিদ্ধ করল স্পেন *** ‘আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না’ *** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি

২০ কোটি পাউন্ডের সম্পদ কমেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কমছে ঋষি সুনাকের সম্পদ। গত এক বছরে প্রধানমন্ত্রী ঋষি ও তার স্ত্রী অক্ষতা মূর্তির সম্পদ কমেছে ২০ কোটি পাউন্ডেরও বেশি। এতে প্রতিদিন গড়ে পাঁচ লাখ পাউন্ড সম্পদ হারিয়েছেন এ দম্পতি। শুক্রবার সানডে টাইমসের দেয়া সবশেষ রিচ লিস্ট বা ধনী ব্যক্তিদের তালিকার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

 প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ এক বছর আগের তুলনায় ২০ কোটি ১০ লাখ পাউন্ড কমেছে। এ হিসেবে দৈনিক তাদের গড় সম্পদ হারানোর পরিমাণ পাঁচ লাখ পাউন্ড। পাশাপাশি ব্রিটেনের ধনীদের তালিকায়ও তারা পিছিয়েছেন ৫৩ ধাপ।
 
আরও পড়ুন: একসঙ্গে ৫৮০০ জনের বসার ব্যবস্থা আছে যে পাহাড়ী রেস্টুরেন্টে

মূলত ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের শেয়ারের দাম কমে যাওয়ার প্রভাবই পড়েছে তাদের সম্পদে। এতে ব্রিটিশ ধনী ব্যক্তিদের তালিকায়ও ব্যাপক অবনমন হয়েছে তাদের। ২০২২ সালে তারা ছিলেন তালিকার ২২২তম স্থানে, আর বর্তমানে তাদের অবস্থান ২৭৫তম।
 
এর আগে গত বছরের অক্টোবরে ব্রিটেনের প্রধানমন্ত্রিত্ব পাওয়ার সময়ও ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির সম্পদের পরিমাণ ছিল ৭৩ কোটি পাউন্ড। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরই যেন দুঃসময় শুরু হয়েছে ঋষি সুনাকের। গত এক বছরে ২০ কোটি পাউন্ডেরও বেশি সম্পদ হারিয়ে তা দাঁড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ পাউন্ডে।
 
এ সম্পদের বড় অংশেরই মালিক স্ত্রী অক্ষতা, যিনি ভারতীয় ধনকুবের ও প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে। এ প্রতিষ্ঠানই সুনাক ও অক্ষতা দম্পতির সবচেয়ে বড় আয়ের উৎস। ইনফোসিসের শেয়ারের দাম কমে যাওয়ায় কমেছে অক্ষতার শেয়ারের দামও। যার প্রভাব পড়েছে তাদের মোট সম্পদে।

এসি/ আই. কে. জে/

পাউন্ড সম্পদ ব্রিটিশ প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250