ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত সন্ত্রাসী গ্যাং ‘কবজি কাটা গ্রুপে’র অন্যতম হোতা টাকলা হায়াতসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩রা জানুয়ারি) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
আরো পড়ুন: আদম তমিজীকে আবারও রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি পুলিশ
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল ‘কবজি কাটা গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী গ্যাং গ্রুপ। গ্রুপের মূলহোতা টাকলা হায়াতসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, কবজি কাটা গ্রুপটি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এমন অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এইচআ/ আই. কে. জে/