মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘জামাল কাদু’ গানে কে এই সুন্দরী মডেল?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল।’ মুক্তির পরপরই বিশ্ববাপী তোলপাড় করে সিনেমাটি। অ্যানিমেলে রণবীরের সঙ্গে টক্কর দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা ববি দেওল।

সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতে দর্শকদের মাত করেছেন এই অভিনেতা। অ্যানিমেলে ববি দেওল সবচেয়ে বেশি নজর কেড়েছেন তার পরিচয় দৃশ্যে। একটি গানের মাধ্যমে অ্যানিমেলে ববির চরিত্রটি পরিচয় করানো হয় যে গানটি দিয়ে তা এখন রীতিমতো ভাইরাল।

শুধু ভাইরালই নয়, সামাজিক মাধ্যমের সব প্লাটফর্মে ‘জামাল-কদু’ বা ‘জামাল জামালু’ নামের গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে।

ভিন্ন ভাষার গানটিতে পারফরম্যান্স করেছেন ইরানি মডেল তানাজ দাউদি। তনি নামেও তিনি পরিচিত। ‘জামাল-কদু’ ভাইরাল হওয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন এই মডেল।

গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। গানের দৃশ্যে ববি তার মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন এবং তারপরে গানটি গাইতে থাকা একদল মেয়ের কাছে চলে যান।

মেয়েদের দলের মাঝখানে থাকা সেই তানাজ দ্রুত ভাইরাল হয়ে যায়। গানটিতে তার মিষ্টি উপস্থাপনা মন কেড়েছে দর্শকদের। তানাজ দাউদি ইরানের একজন মডেল এবং নৃত্যশিল্পী যিনি ভারতে কাজ করেন।

আরো পড়ুন: এখনই আপনার টিকিটটি বুক করুন : শাহরুখ

জামাল কুদুতে উপস্থিত হওয়ার আগে তিনি বলিউডের অন্যান্য গান এবং একটি স্টেজ শো’তে সঞ্চালনার কাজ করেছেন। নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে তাকে দেখা গেছে। তবে তার অন্যান্য জায়গায় উপস্থিতি মূলত ব্যাকগ্রাউন্ডে ছিল তাই সেভাবে নজরে আসেননি এই মডেল। জামাল কুদুই প্রথমবার ফ্রেমের সামনে নিয়ে এসেছে তাকে।

‘জামাল-কদু’ গানটি তানাজের জীবনকে বদলে দিয়েছে রীতিমতো। নিজের ইনস্টাগ্রাম বায়োতে এই মডেল ‘জামাল জামালু মেয়ে’ লিখে রেখেছেন। ভারতে তার খ্যাতিও এখন আকাশচুম্বী।

অ্যানিমেল মুক্তির আগে তানাজের প্রায় দশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল। মাত্র দুই সপ্তাহে সংখ্যাটি বেড়ে ২.৬ লাখে পরিণত হয়েছে এবং এটি ক্রমাগত বাড়ছে।

এসি/ আই. কে. জে/


‘জামাল কাদু’ সুন্দরী-মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন