মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ফাইটার’ সিনেমায় হৃত্বিকের পারিশ্রমিক ৫০ কোটি, দীপিকারা কত নিলেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আগামী বছর মুক্তি পাবে বলিউডের বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’। তবে এখন থেকেই নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ, এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এসেছে ছবিটির টিজার। যা দেখে মুগ্ধ তাদের ভক্তরা।

টিজারে ধরা পড়েছে অ্যারিয়াল অ্যাকশনের হাড় হিম করা কয়েকটি দৃশ্য। টিজারে অনিল কাপুর, হৃত্বিক রোশন ও দীপিকার লুক সবার মন জয় করেছে।

বিমানযোদ্ধার বেশে হৃত্বিক এই সিনেমায় হাজির হবেন। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্রে। ‘ফাইটার’ ছবিতে এই বলিউড তারকাকে ‘শামশের পাঠানিয়া’ চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য হৃতিক ৫০ কোটি রুপি নিয়েছেন বলে খবর।

আরো পড়ুন: আত্মিক শান্তির জন্য হিমালয় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বিদ্যুৎ জামওয়াল!

দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ ছবির অন্যতম আকর্ষণ। এতে তাঁকেও রোশনের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। ‘ফাইটার’ ছবিতে ‘মিনল রাঠো’র রূপে আসছেন দীপিকা। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১৫ কোটি রুপি। 

‘ফাইটার’-এ দেখা যাবে অনিল কাপুরকে। সিদ্ধার্থের এই ছবিতে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন ‘রাকেশ জয় সিং’ ওরফে রকির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবির জন্য অনিল কাপুর নিয়েছেন সাত কোটি রুপি।

এছাড়া টেলিভিশন জগতের তারকা অভিনেত্রী বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে ‘ফাইটার’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর পারিশ্রমিকের অঙ্ক হলো দুই কোটি রুপি।

এসি/  আই.কে.জে



হৃতিক ‘ফাইটার’ দীপিকারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন