শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

'বার্বি পিঙ্ক' পোশাকে ছেলেকে নিয়ে 'বার্বি' সিনেমা দেখলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার বড় ছেলে জেভিয়ার সিনেমা হলে গিয়ে একসঙ্গে আলোচিত ‘বার্বি’ সিনেমা দেখেছেন। ছেলের সঙ্গে ‘বার্বি’ সিনেমা দেখার বিষয়ে জাস্টিন ট্রুডো তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। এসময় তারা ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। তার ছেলে পরেছে টি-শার্ট। ইন্সটাগ্রামে পোস্ট দেওয়া ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’। 

সোমবার (৭ আগস্ট) জনপ্রিয় গণমাধ্যম পিপলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তার বড় ছেলে জেভিয়ারকে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।

আইন অনুযায়ী আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো-সোফি দম্পতি। আগের মতোই পারিবারিকভাবে ঘনিষ্ঠ থাকবেন এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা থাকবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধও থাকবে। সন্তানদেরকে নিরাপদ, ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড় করার ওপর তারা বেশি জোর দেবেন।

এছাড়া এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। সামনের ছুটিটি তারা একসঙ্গেই কাটাবেন বলে পরিকল্পনা করেছেন ট্রুডো ও সোফি। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সোফি পারিবারিক বাড়িটি ত্যাগ করেন। এরপর তিনি অটোয়ায় আরেকটি নতুন বাড়িতে উঠেছেন।

এসকে/ আইকেজে 


জাস্টিন ট্রুডো বার্বি ট্রুডো-সোফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250