সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের স্বাধীনতা দিবসে ঘোষণা

'ধর্ষণে অভিযুক্তরা পাবে না সরকারি চাকরি'

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

নারীদের উপর অপরাধ রুখতে স্বাধীনতা দিবসে বড় সিদ্ধান্ত নিল ভারতের ছত্তিশগড় সরকার। ধর্ষণের ঘটনায় দোষ প্রমাণিত হলে সরকারি চাকুরিপ্রাপ্তদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দেশটির রাজস্থান সরকারও মহিলাদের উপর অপরাধ রুখতে কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। 

মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের দফতর থেকে এক বিবৃতিতে এমনটি ঘোষণা করেন তিনি। খবর এইসময়-এর।  

বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, নারীর নিরাপত্তা, সম্মান ও মর্যাদা বজার রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ছত্তিশগড় সরকার। কোনও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানির মতো অভিযোগ উঠলে, সঙ্গে সঙ্গে ওই কর্মীকে সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে।  

মণিপুরে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পড়ে যায় শোরগোল। ঘটনার নিন্দা করে সরব হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দোষীদের রেহাত করা হবে না বলেও দিয়েছিলেন আশ্বাস। সেই সঙ্গে রাজস্থান ও ছত্তিশগড়ের মতো কংগ্রেস শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ করেছিলেন নমো। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।  

এরপরেই মহিলাদের নিরাপত্তা নিয়ে ছত্তিশগড় সরকারের পদক্ষেপ বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে মহলের একাংশ। অন্য একটি অংশের মতে, চলতি বছরের শেষের দিকে হতে পারে ছত্তিশগড় বিধানসভার ভোট। মহিলাদেল উপর নির্যাতন বৃদ্ধি পাওয়ায়, বিরোধীরা এ নিয়ে বাঘেল সরকারকে করেছে নিশানা।

এসকে/  

ভারত ধর্ষণ ভারতের স্বাধীনতা দিবস

খবরটি শেয়ার করুন