শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

‘সোনারতরী’তে আজ গাইবেন শিল্পী সাইফুল ইসলাম

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংস্কৃতি প্রতিবেদক, সুখবর ডটকম: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ৩০ এপ্রিল, ২০২৩ রবিবার, রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে নানা রঙের গানের অনুষ্ঠান `এক আকাশ গান পর্ব’। 

আজ ৯৫৫তম পর্বে জনপ্রিয় ও বিভিন্ন অঙ্গের গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিভাধর শিল্পী সাইফুল ইসলাম। তিনি গানের হাতে খড়ি নেন কক্সবাজার এর রামু উপজেলার ওস্তাদ এরশাদুল হক ও ওস্তাদ বিনয় বড়ুয়ার কাছে। পরবর্তীতে বান্দরবান শিল্পকলা একাডেমিতে ওস্তাদ ওহিদুল আলম ও সংগীত গুরু অরুণ সারকীর প্রিয় ছাত্র হিসেবে দু'বছরের উচ্চাঙ্গ, নজরুল সংগীত ও আধুনিক গানে শিক্ষা লাভ করেন তিনি। এছাড়া চট্টগ্রামের স্বনামধন্য সংগীত গুরু- উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার নিকট সংগীতে তালিম নেন। এই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যতম সেরা সাংস্কৃতিক সংগঠন, অঙ্গন এর সাংস্কৃতিক কর্মী ও শিল্পী হয়ে জনপ্রিয়তা অর্জন করেন। 

আরো পড়ুন: সংগীত শিল্পী ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি করলো কে?
 


শিক্ষায় উৎকর্ষ অর্জন বিষয়ে ফেলো হিসেবে ২০১৫ সালে যুক্তরাস্ট্রের ভার্জিনিয়ায় জর্জ মেসন ইউনিভার্সিটি থেকে ফেলোশীপ অর্জন করেন তিনি। তিনি দেশের ও দেশের বাইরে বিভিন্ন আসরে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। 
শিল্পী সাইফুল ইসলাম বাংলাদেশ বেতার ও বাংলাদেশে টেলিভিশন এ তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত আধুনিক গান ও নজরুল সংগীত পরিবেশন করছেন। পাশাপাশি তিনি একজন তালিকাভুক্ত গীতিকার। তিনি বর্তমানে চট্টগ্রাম নজরুল সংগীত শিল্পী সংস্থার একজন সক্রিয় সদস্য।


‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


অনুষ্ঠান লিংক: সোনারতরী


এসি/ আই.কে.জে 

 

‘সোনারতরী’ গাইবেন শিল্পী সাইফুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন