সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পেছন থেকে তামান্নাকে জড়িয়ে ধরলেন ভক্ত!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নায়ক-নায়িকারা দূর আকাশের তারা। মাটির কাছাকাছি নেমে এলেই সাধারণ মানুষ তাদের ছুঁয়ে দেখতে চান। তেমনই এক কাণ্ড তামান্না ভাটিয়ার সঙ্গে। কেরলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আচমকা এক অনুরাগী তার হাত চেপে ধরেন।

নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বিপত্তি। নায়িকা কিন্তু একটুও ঘাবড়াননি। রেগেও যাননি। উল্টো শান্তভাবে পরিস্থিতি সামলেছেন। আর তাতেই বাজিমাত।

নায়িকা এ দিন পেস্তা সবুজ শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন। সঙ্গে মানানসই জারদৌসি ব্লাউজ। হাতখোঁপা, হাল্কা রূপটান—সব মিলিয়ে সত্যিই তার থেকে চোখ ফেরানো দায়। অনুষ্ঠানে পা রাখার মুহূর্ত থেকে তাকে ঘিরে নিরাপত্তার বলয়।

অনুরাগীদের দিকে হাত নাড়তে নাড়তে হাসিমুখে এগোচ্ছিলেন তিনি। হঠাৎ ছন্দপতন। পেছন থেকে এক ভক্ত লাফ দিয়ে এগিয়ে আসেন। জড়িয়ে ধরেন তার হাত। চোখের পলকে ঘটে যায় এমন ঘটনা। নিরাপত্তারক্ষীরা পর্যন্ত হতচকিত! মুহূর্তেই অবশ্য তারা সামলে নেন। সঙ্গে সঙ্গে সরিয়ে দেন সেই যুবককে।

আরো পড়ুন: ফ্ল্যাট কেলেঙ্কারির মধ্যেই ‘হট বার্বি’ লুকে উত্তাপ ছড়ালেন নুসরাত

তামান্না তখন ভিন্ন মেজাজে। তিনি যুবককে তার কাছে ডেকে নিলেন। তারপর ঠাণ্ডা হয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। হাতের কাছে রুপালি পর্দার তারাকে পেয়ে অনুরাগীর দিশেহারা দশা।

তিনি নায়িকার সঙ্গে নিজস্বী তোলার অনুরোধ জানান। অভিনেত্রী সেই অনুরোধ রাখতেই চওড়া হাসি। ছবি তুলে খুশিমনে ফিরে যান যুবক। তামান্নাও এগিয়ে যান তার গন্তব্যে। 

এতদিন প্রেম আর সাহসী ছবির কারণে চর্চায় ছিলেন তামান্না। নায়িকার এই আচরণ আমূল বদলে দিয়েছে ভাবমূর্তি। সামাজিক মাধ্যমে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ।

এসি/ আইকেজে 



তামান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন