শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

প্রতারণা মামলায় সাংবাদিকদের মুখোমুখি নুসরাত জাহান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতারণা মামলায় আত্মপক্ষ সমর্থনে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন নুসরাত জাহান। কোটি কোটি টাকা প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেত্রীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আদালতে। এই ইস্যুতেই নিজের বক্তব্য রাখতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু প্রশ্নের মুখে পড়ে জবাব না পেয়ে পালালেন তিনি।

দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলেছেন নুসরাত। এ দিন নায়িকা স্বীকার করেন যে, অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তিনি। এমনকি টাকা নেওয়ার কথাও মেনে নিয়েছেন। তবে তার দাবি, ওই টাকাটা তিনি ঋণ হিসেবে নিয়েছিলেন। আবার সুদসহ ফেরতও দিয়েছেন।

নুসরাত জানান, এক কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নিয়েছিলেন প্রতিষ্ঠান থেকে। ২০১৭ সালের ৬ মে সুদসহ এক কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দেন। 

নুসরাত বলেন, ‘ঋণ পরিশোধের ব্যাংকের নথিও আমার কাছে আছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।’

এমতাবস্থায় প্রশ্ন উঠছে, ২০১৪ সালে অভিযোগকারীরা ফ্ল্যাট কেনার টাকা দিয়েছিলেন প্রতিষ্ঠানকে। নুসরাতের নিজের বক্তব্য অনুযায়ী সেসময়ে তিনি প্রতিষ্ঠানের একজন পরিচালক। উপরন্তু অভিনেত্রী তখনই ঋণ নিলেন যখন অর্থাৎ ২০১৭ সালে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। 

আরো পড়ুন: ওয়েব সিনেমাতে বাবার চরিত্রে আফজাল হোসেন

আর প্রতিষ্ঠান থেকেই কেন লোন নিতে গেলেন নুসরাত? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সংবাদ মাধ্যমের তরফে। এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। 

এরপরেই রেগেমেগে নুসরাত দাবি করেন, তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। তিনি আউটডোরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি। 

তার মতে, ব্যাখ্যা তারাই দেয় যারা অন্যায় করে। যেহেতু মামলাটা আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে নাক গলানো সভ্য সমাজের কাজ নয় বলে মন্তব্য করেন তিনি। 

এসি/ আই. কে. জে/ 


নুসরাত জাহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন