বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সর্ববৃহৎ অয়েল পাম প্ল্যান্টেশন এন্ড প্রসেসিং কোম্পানির নিত্যনতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

থ্রিএফ অয়েল পাম, ভারতের সর্ববৃহৎ অয়েল পাম প্ল্যান্টেশন এবং প্রসেসিং কোম্পানি। সম্প্রতি আসাম সরকারের সহযোগিতায়, এটি আসামের লখিমপুর জেলার বোকানালায় ভোজ্য তেল-অয়েল পাম জাতীয় মিশনের অধীনে অয়েল পামের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যের কৃষি বিভাগ এবং থ্রিএফ অয়েল পাম আসামে এনএমইও-ওপি-এর অধীনে প্রথম অয়েল পাম প্ল্যান্টেশনের ব্যবস্থা করে।

এর লক্ষ্য কৃষক সম্প্রদায়কে উন্নীত করা এবং ভোজ্য তেলের উপর ভারতের স্বনির্ভরতায় অবদান রাখা। এটি অয়েল পাম প্ল্যান্টেশন সেক্টরের উন্নয়ন এবং অগ্রগতির প্রতি সরকারের উদ্যোগকে কাজে লাগায়। থ্রিএফ ওয়েল ইতিমধ্যেই লখিমপুর জেলার বোকুলবাড়ি গ্রামে একটি অত্যাধুনিক তেল পাম নার্সারি এবং চিরাং-এ পাইপলাইনে আরেকটি নার্সারি স্থাপন করেছে।

অয়েল পাম উন্নয়ন এবং প্রক্রিয়াকরণ শিল্পের প্রতি তাদের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ, থ্রিএফ অয়েল পাম ইতিমধ্যেই আসাম সরকারের সাথে ২০২২ সালের ডিসেম্বরে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং এর লক্ষ্য হল সাব-জোন ১-বি এবং ভি-এ এর অধীনে অয়েল পাম বাগান এবং প্রক্রিয়াকরণ সুবিধাগুলোর বিকাশ ঘটানো। 

এ অয়েল পামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সঞ্জয় গোয়েনকা বলেন, এমএমইও-ওপি এর অধীনে অয়েল পামের আনুষ্ঠানিক স্থাপন আসাম রাজ্যের অয়েল পাম শিল্প বিকাশের দিকে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। থ্রিএফ অয়েল পামই এ ধরনের কোম্পানি যারা প্রথম এ ধরনের বিনিয়োগ শুরু করে এবং অত্যাধুনিক নার্সারি স্থাপন করে। 

আসামের এই সেক্টরের অগ্রগতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এই কোম্পানিটি এবং আগামী ৫ বছরে অয়েল পামের অধীনে ২০ হাজার হেক্টর এলাকা কভার করার লক্ষ্য রাখছে তারা।

নার্সারি এবং বৃক্ষরোপণ কার্যক্রম ছাড়াও, কোম্পানিটি সক্রিয়ভাবে একটি গ্রিনফিল্ড প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের জন্য উপযুক্ত জমির সন্ধান করছে।

সংস্থাটির ইতিমধ্যেই অরুণাচল প্রদেশে একটি আসন্ন গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড অয়েল পাম প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে৷

আই. কে. জে/  


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন