শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

রিপাবলিকানদের মধ্যে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আইওয়া ককাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীদের মধ্যে থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনই নিশ্চিত করবে রিপাবলিকানদের পক্ষ থেকে কে প্রার্থী হবেন। 

ডোনাল্ড ট্রাম্পের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালে এবং রন ডিস্যানটিস। তবে দুইজনের থেকেই অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প। ভয়াবহ ঠান্ডার মধ্যে আইওয়া ককাসের নির্বাচন অনুষ্টিত হয়েছে। আপাতত ভোট গণনা চলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৭১ শতাংশ ভোট গণনার শেষে ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক তিন শতাংশ ভোট। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস পেয়েছেন ২১ শতাংশ ভোট। আর জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালে পেয়েছেন মাত্র ১৮ দশমিক নয় শতাংশ ভোট।

আরো পড়ুন: কানাডায় যে কারণে কমছে বিদেশি শিক্ষার্থী

১৯৮৮ সালে বব ডোল সবচেয়ে বড় ব্যবধানে আইওয়া ককাসের নির্বাচন জিতেছিলেন। ব্যবধান ছিল ১২ দশমিক আট শতাংশ। এবারের ভোট গণনার ট্রেন্ড বলছে, ট্রাম্প রেকর্ড মার্জিনে জিততে চলেছেন।

ডোনাল্ড ট্রাম্প এদিন নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এদিন ভোট শুরুর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধে চড়া প্রচারে নেমেছিলেন তিনি। হ্যালের বিরুদ্ধে তার অভিযোগ, মার্কিন এই কূটনীতিক একজন অপ্রয়োজনীয় গ্লোবালিস্ট। অথচ তাকে একসময় জাতিসংঘে পাঠিয়েছিলেন ট্রাম্পই।

গোটা আমেরিকাজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ক্যাপিটল দাঙ্গার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত কোনো মামলাই তাকে পরবর্তী নির্বাচনের প্রার্থী হওয়া থেকে আটকাতে পারেনি।

সূত্র: বিবিসি 

এইচআ/ আই. কে. জে/

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250