বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাধীনতার ২শ’ বছরে প্রথমবার নারী প্রেসিডেন্ট পেতে চলেছে মেক্সিকো। মঙ্গলবার (১লা অক্টোবর) শপথ গ্রহণের মাধ্যমে এই দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লডিয়া শেইনবম। তার পূর্বসূরির মতো বিস্তৃত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও দরিদ্রদের হয়ে লড়াই করার অঙ্গীকার করলেও, নতুন প্রেসিডেন্টের সামনে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জুনে ৬০ শতাংশ ভোটে বিজয়ী হয়েছিলেন শেইনবম। বিজ্ঞানী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৬২ বছর বয়সী প্রেসিডেন্ট একগাদা আশু সমস্যা মোকাবিলা করবেন। এরমধ্যে সবচেয়ে বেশি চোখ রাঙানি দিচ্ছে দেশজুড়ে বিরাজমান উচ্চমাত্রার নৃশংসতা, মন্থরগতির অর্থনীতি ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আকাপুল্কো।

মেক্সিকোর সেন্টার ফর ইকোনমিক রিসার্চ অ্যান্ড টিচিং এর রাজনৈতিক বিশ্লেষক কার্লোস পেরেজ রিকার্ট বলেছেন, ‘বিদায়ী প্রেসিডেন্ট লোপেজ ওবরাডোর ছিলেন প্রচণ্ড ক্যারিশমাটিক ব্যক্তিত্ব। এর জোরেই বেশ কিছু রাজনৈতিক ভুল পদক্ষেপ চাপা পড়ে যেতো। তবে ক্লডিয়া শেইনবমের সেই সুযোগ নেই। তাই, যেখানে ওবরাদোর যেসব চ্যালেঞ্জ ক্যারিশমা দিয়ে উতরে গেছেন, শেইনবমকে সে বাধা টপকাতে হতে হবে কার্যোদ্ধারে সক্ষম।’

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুল্কো এলাকায় তিনি প্রথম সফর করবেন।

এছাড়া ড্রাগ কার্টেরলদের আধিপত্য থাকা উত্তরাঞ্চলীয় কালিকান শহরের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতিও সামলাতে হবে শেইনবমকে। দেশের উত্তরে তিজুয়ানা থেকে দক্ষিণে চিয়াপাস পর্যন্ত ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্যে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাজেট ঘাটতিতে থাকা শ্লথগতির অর্থনীতি নিয়েও বিপাকে পড়তে পারেন নতুন রাষ্ট্রপ্রধান।

তবে সব চ্যালেঞ্জকে ছাপিয়ে সামনে চলে আসছে আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও মেক্সিকোর সীমান্তে ‘বিশাল দেয়াল’ গড়তে চাওয়া ডোনাল্ড ট্রাম্পের আবারও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা।  

ইতোমধ্যেই মেক্সিকোতে নির্মিত গাড়ির ওপর ১শ’ শতাংশ শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন ট্রাম্প। যদিও তার বাগাড়ম্বরপূর্ণ এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাণিজ্য চুক্তির লঙ্ঘন, শেইনবমের প্রেসিডেন্সি দুর্বিষহ করে তুলতে ট্রাম্পের কাছে কৌশলের অভাব হবে না। যেমন তার প্রচারণায় প্রায়শই নির্বাচনে জিতলে ব্যাপক হারে অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে থাকেন ট্রাম্প।

এদিকে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন মেক্সিকোর ভাবী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ড. শেইনবমের প্রেসিডেন্সিতে আমরা আরও অগ্রসর, নিরাপদ ও গণতান্ত্রিক অঞ্চল গড়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস।’

আরও পড়ুন: পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড করলো শ্রীলঙ্কা

এসি/ আই.কে.জে/

ক্লডিয়া শেইনবম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন