শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভুলের পর ক্ষমা চাওয়া মহৎ গুণ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষের সঙ্গে ভুল, পদস্খলন এই বিষয়গুলো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পৃথিবীতে মানুষের আগমনের সূচনা একটি ভুল থেকেই। 

আল্লাহ তায়ালা আদম আ. ও হাওয়া আ.-কে জান্নাতে বিচরণের নির্দেশ দিয়ে বললেন, তোমরা এখানে ঘুরে বেড়াও, চিত্ত-বিনোদন করো, কিন্তু এই গাছটির নিকটবর্তী হয়ো না।

আল্লাহর আদেশ মেনে চলছিলেন তারা। কিন্তু হঠাৎ একদিন অভিশপ্ত শয়তানের প্ররোচনায় ভুল করে বসলেন। গেলেন সেই গাছের নিচে, খেলেন তার ফল। আল্লাহ তাদের জান্নাত থেকে বের করে দিলেন। ক্ষমার পরে পৃথিবীতে পাঠালেন নিজের প্রতিনিধি হিসেবে।

পৃথিবীতে তাদের মাধ্যমে মানুষের বংশ বিস্তার হলো। তারা হলেন আদি-পিতা ও আদি-মাতা। ধীরে ধীরে মানুষ আবার ভুল করতে শুরু করলো। আল্লাহর একত্ববাদ ভুলে শিরক, নানা অন্যায়ে জড়িয়ে পড়লো। লোভ-পাপ, ক্ষমতা, আধিপত্যের জেরে মানুষকে হত্যা করতে শুরু করলো। আল্লাহর নির্ধারিত শাস্তি তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললো। 

এতোসবের মাঝেও ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্তের জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তায়ালা মানুষকে ক্ষমা করে দেন।

আরো পড়ুন : যে আমল করলে অভাব-অনটন দূর হবে

আল্লাহ তায়ালা মানুষের সব পাপ ক্ষমা করে দেন। কখনো তাকে নিরাশ করেন না। তিনি বলেছেন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (সূরা যুমার, আয়াত : ৫৩)

তাই কোনো ভুল হয়ে গেলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ যেসব পাপ বা ভুল করে এর মধ্যে কিছু রয়েছে আল্লাহর হক সংশ্লিষ্ট। আবার কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট। 

আল্লাহ তায়ালা মানুষের সেসব পাপ বা ভুলই ক্ষমা করেন যা তার নিজের সঙ্গে সংশ্লিষ্ট। বান্দার সঙ্গে সংশিষ্ট ভুল বা পাপ আল্লাহ তায়ালা ক্ষমা করেন না।

এসব পাপ তিনি তখনই ক্ষমা করবেন যখন অপরাধী তার কৃতপাপ বা ভুলের জন্য ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং সেই ব্যক্তি তাকে ক্ষমা করবেন। এজন্য কারো ওপর কোনো জুলুম করে ফেললে তাৎক্ষণিক ক্ষমা চেয়ে নিতে হবে।

ক্ষমা প্রার্থনা মানুষকে ছোট করে না। বরং অন্যের কাছে তার মর্যাদা বৃদ্ধি করে।

আর কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করে নেওয়াই নবী-রাসুলদের বৈশিষ্ট্য। মুসা আ. অনুতপ্ত হয়ে বলেছিলেন, ‘মুসা বলল, এটা শয়তানের কাণ্ড। সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো নিজের প্রতি অবিচার করেছি। সুতরাং আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা কাসাস, আয়াত : ১৫-১৬)।

এস/ আই.কে.জে/

হাদিস ক্ষমা প্রার্থনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250