রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা *** মোদির পর চীনে পুতিন *** প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির, কমিটি গঠন *** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয়

পাকিস্তানে ইমরান খানের দলের ভাগ্য নির্ধারণ ৯০ দিন পর!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে ৯০ দিনের ‘ডু অর ডাই’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের একপেশে নীতির বিরোধিতা করে এ আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলের নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। তিনি জানিয়েছেন, পিটিআই পাকিস্তানে রাজনীতি করবে কী না, তা-ও নির্ধারিত হবে এ ৯০ দিন পর। খবর দ্য ডনের।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আলি আমিন গান্দাপুর যেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির পথেই বাধা হয়ে দাঁড়ালেন। ইমরান খানের কারাবন্দিত্বের দুই বছরপূর্তিতে আগামী ৫ই আগস্ট যে চূড়ান্ত আন্দোলনের কথা ছিল, এর পরিকল্পনাতেই বিভ্রান্তি তৈরি হয়েছে গান্দাপুরের বক্তব্যে।

গতকাল রোববার (১৩ই জুলাই) এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা যখন আন্দোলনের রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছিল, ঠিক তখনই গান্দাপুর জানান, তিনি সরকারের ওপর ‘চূড়ান্ত চাপ’ সৃষ্টির জন্য ৯০ দিনের এক নতুন সময়সীমা ঠিক করেছেন। তার এ ঘোষণা উপস্থিত নেতাদের মাঝেও বিস্ময় ছড়ায়।

লাহোরে ইমরান খান ও তার স্ত্রী বিবি বুশরার মুক্তির দাবিতে শুরু হওয়া আন্দোলনের সূচনা উপলক্ষে পিটিআই নেতারা যখন একত্র হয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী গান্দাপুর বলেন, এ ৯০ দিনের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার বক্তব্যে এতটাই বিভ্রান্তি তৈরি হয় যে, অনেক কর্মীই বুঝতে পারেননি, ৫ই আগস্টের প্রতিবাদ কর্মসূচি স্থগিত হয়ে গেল নাকি এটা নতুন পরিকল্পনারই অংশ?

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন