ছবি: সংগৃহীত
দেশে স্বাধীন সাংবাদিকতার বড় বাধা হিসেবে সাংবাদিক ইউনিয়নগুলোর রাজনৈতিক সম্পৃক্ততাকে দায়ী করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
তিনি বলেছেন, ‘যতদিন পর্যন্ত আমাদের সাংবাদিক ইউনিয়নগুলো রাজনৈতিক ভিত্তির ওপরে নির্ভর করে বিভক্ত থাকবে, ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতা হবে না।’
গতকাল বুধবার (২৯শে অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে দৈনিক প্রথম আলো।
মাহফুজ আনাম বলেন, আমি যতই স্বাধীন সাংবাদিকতার কথা বলি কিন্তু আমি একটা বিশিষ্ট দলের আনুগত্যে সাংবাদিক ইউনিয়ন করি; তো পাঠক কি আমাকে বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন? স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি আরো বলেন, দর্শক, পাঠক ও শ্রোতার আস্থা অর্জনই সাংবাদিকতার মূল কাজ। সংবাদপত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে পাঠক—সরকার নয়। সরকারের মনোভাব নয়, বরং পাঠকের আস্থা ও বিশ্বাসই গণমাধ্যমের টিকে থাকার শক্তি।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে মাহফুজ আনাম বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কাঠামোগত পরিবর্তন আসবে এবং স্বাধীন সাংবাদিকতার বিকাশ ঘটবে। তবে তিনি প্রশ্ন তোলেন, ‘সরকার কতটা আগ্রহী, সেটি নিয়েই সন্দেহ রয়েছে।
তিনি বলেন, আমরা সাংবাদিক, সম্পাদক ও সংবাদপত্রের মালিকেরা যদি নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন না হই, তাহলে বাইরের চাপ ও প্রভাব থেকে মুক্ত হওয়া কঠিন হবে। সাংবাদিকতার নৈতিকতা, সম্পাদকীয় দায়িত্ব ও মালিকদের সীমারেখা নিয়ে আমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে।
গণমাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে মাহফুজ আনাম বলেন, যতদিন সরকারের কাছে জবাবদিহি থাকবে, স্বাধীন সাংবাদিকতার বিকাশ ততই কঠিন হবে। ধীরে ধীরে এই নির্ভরতা কমাতে না পারলে সত্যিকার স্বাধীনতা অর্জন অসম্ভব।
জে.এস/
খবরটি শেয়ার করুন