রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই : ভাবনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন বড় পর্দায়ও। কলকাতার নায়ক পরমব্রতর বিপরীতে ‘ভয়ংকর সুন্দর’ নামে একটি সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সেটি পরিচালনা করেছিলেন ভাবনার বয়ফ্রেন্ড হিসেবে পরিচিত নির্মাতা অনিমেষ আইচ।

এরপর কাজ করেছেন নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’তে। এছাড়া ভাবনা ‘যাপিত জীবন’ এবং ‘দামপাড়া’ নামে আরও দুটি সিনেমাতে অভিনয় করেছেন। পাশাপাশি নাটকেও তিনি মাঝেমধ্যে কাজ করেন।

তবে ২০২০ সালে দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর খুবই কম কাজ করতে দেখা গেছে ভাবনাকে। যদিও নানা ইস্যুতেই ছিলেন আলোচনায়। নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। ফেসবুকের এক পোস্টে সেসব দুঃসহ দিনের বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।

দুটি ছবি পোস্ট করে ভাবনা লিখেছিলেন, ‘আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমার অভিনয়, কাজ, পারিপার্শ্বিকতা নিয়ে প্রতি রাতে কাঁদতাম। সবাই সবাইকে লাথি মারছে, ছোট করার চেষ্টা করছে, অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি অভিনয় খুব ভালোবাসি, প্রতিদিন ভালো অভিনেত্রী হতে চাই। কিন্তু আমি খুব মনমরা ছিলাম এবং প্রথমবার উপলব্ধি করলাম আমার কোনো শক্তি নেই। এরপর সৈয়দ জামিল আহমেদের অভিনয়বিষয়ক কর্মশালায় যুক্ত হলাম। আমার জীবনের গৌরবময় সাতটি দিন কাটিয়েছি। আমি নিজেকে নতুন করে ফিরে পেয়েছি, শক্তি পেয়েছি। এখন আমি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই। আজ থেকে আমি আমার জীবন, কাজ নিয়ে আরও বেশি মনোযোগী হবো।’

সৈয়দ জামিল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভাবনা লেখেন, ‘আমি কখনো কোনো অভিনয় স্কুল, অভিনয় কর্মশালা, কোনো থিয়েটার ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। আজ গর্বের সঙ্গে বলছি, জামিল আহমেদ আমার গুরু, আমার প্রথম অভিনয় শিক্ষক। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ’

ওআ/ আই.কে.জে

ভাবনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন