রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

ঐশ্বরিয়ার নামের সঙ্গে নেই ‘বচ্চন’ পদবি , কীসের ইঙ্গিত দিচ্ছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে। বলা চলে প্রতিদিনই তাদেরকে নিয়ে নতুন নতুন ঘটনা শোনা যাচ্ছে। এতদিন বিচিত্র গুঞ্জন শোনা গেলে অভিষেক ও ঐশ্বরিয়ার এ নিয়ে কোনো কথা বলেননি। তবে এবার সেই গুঞ্জনে নতুন হাওয়া দিয়েছে একটি ভিডিও। এটি দেখে সমালোচকরা বলেছেন ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়েই যাচ্ছে!

কিছুদিন আগে দুবাইয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেই মঞ্চে এ অভিনেত্রী উঠতেই পর্দায় ভেসে ওঠে তান নাম। সেই স্ক্রিনে দেখা গেছে শুধু ‘ঐশ্বরিয়া রাই’। তার নামে থেকে বাদ পড়েছে বচ্চন পদবি। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্স গুঞ্জনের গতি আরও বৃদ্ধি পায়।

আসল ঘটনা হচ্ছে, ঐশ্বরিয়া অফিশিয়ালি এখনো ‘রাই বচ্চন’ই রয়েছেন। তার ইনস্টাগ্রামে দেখলেই তার পরিস্কার হয়ে যাবে। জানা গেছে, দুবাইয়ের এ অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বরিয়ার নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তার স্বামীর পদবি তারা ব্যবহার করেননি।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স তারকা

গত সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার সমাপ্তি টানার আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষেই এ ভিডিও পোস্ট করেছেন ঐশ্বরিয়া। একটি জনপ্রিয় প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে সাবেক এ বিশ্বসুন্দরী। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যেখানে সব নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের হয়ে প্রশ্ন করার পরামর্শও দিয়েছেন তিনি। এরই মাঝে আবার তিনি বলেছেন, ‘নিজের মর্যাদার সঙ্গে কখনো আপস করবেন না’।

কখনো ডিভোর্সের গুঞ্জন, কখনো দূরত্ব কমার আভাস, আবার কিছুক্ষণ পরেই বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তিক্ততার খবর। এদিকে শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপেরবাড়িতেই থাকছেন এ অভিনেত্রী। তার শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি মোটেই মিল হচ্ছে না।

এসি/ আই.কে.জে/       


ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন