মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ : নিশ্চিত হলো বাইডেন-ট্রাম্প লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলীয় প্রার্থিতা পেতে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন দু'জনই। 

জো বাইডেন মঙ্গলবার (১২ই মার্চ) ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে তার দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পর্যাপ্ত প্রতিনিধি ভোটে জিতেছেন। এর আগে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও। তবে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার জন্য বাইডেন এবং ট্রাম্প দু'জনকেই গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

আরো পড়ুন: বেতনভাতা নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সম্মতি পেয়েছেন এবং দেশের ইতিহাসে সাধারণ নির্বাচনের দীর্ঘতম একটি প্রচারণায় তারা যোগ দিচ্ছেন। 

চার বছর আগে অর্থাৎ ২০২০ সালে রিপাবলিকান পার্টির ট্রাম্পকে হারিয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন। ফলে এবার প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ পেলেন ট্রাম্প।  

সূত্র: রয়টার্স

এইচআ/  

আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন বাইডেন-ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250