শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’ *** বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে যশোরের দুই উপজেলায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোটগ্রহণ চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের। বুধবার (২৯শে মে) সকাল ৮টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুটি উপজেলায় মোট ১৫১টি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

বুধবার সকালে সরজমিনে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পিএসএল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রের সামনে ভোটারদের লাইন। ৮টা বাজার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ শুরু হয়। লাইনে অপেক্ষমান ভোটাররা একে একে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শুরু করেন।

পুখুরিয়া গ্রামের বাসিন্দা নারায়ন লষ্কার (৬৫) গণমাধ্যমকে বলেন, ৬০-৬৫ বছর বয়সে এ প্রথম ইভিএম এ ভোট দিলাম। খুব ভালো লাগিছে। শেষ বয়সে ইভিএম মেশিনে ভোট দিতি পারিছি, এডেই অনেক বড় পাওয়া।

পুখুরিয়া গ্রামের নারী ভোটার স্মৃতি সরকার বলেন, কোনোরকম ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। 

পিএইচএল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মধুসূদন দাস বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।

হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সেকেন্দার আলী বলেন, ভোটগ্রহণের শুরুতে মেশিনে একটু সমস্যা হচ্ছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪০ জন।

আরো পড়ুন: পানির নতুন দাম নির্ধারণ করলো ঢাকা ওয়াসা

বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ দুই উপজেলায় মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অভয়নগর উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ এখানে মোট ভোটার রয়েছে দুই লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮ হাজার ৩৩৫ জন ও মহিলা ভোটার এক লাখ ৯ হাজার ৭৫৩ জন। এখানে কেন্দ্র রয়েছে মোট ৮১ টি।

বাঘারপাড়া উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ভোটার রয়েছে এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন। এখানে কেন্দ্র ৭০টি। 

প্রসঙগত, অভয়নগর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসি/ আই.কে.জে/

ভোট ইভিএম মেশিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250