শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

নিউইয়র্কে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়াল, মামদানির জয়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: রয়টার্স

আমেরিকার নিউইয়র্কের মেয়র নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনাও শুরু হয়েছে। মঙ্গলবার (৪ঠা নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার (৫ই নভেম্বর) সকাল ৮টা)। 

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছে, ১৯৮৯ সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে।

এরইমধ্যে প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থানে আয়োজিত ওয়াচ পার্টিতে জড়ো হয়েছেন ফলাফলের অপেক্ষায়। ব্রুকলিনের ডাউনটাউনের ঐতিহাসিক কনসার্ট ভেন্যু ব্রুকলিন প্যারামাউন্টে প্রার্থী মামদানির ওয়াচ পার্টি অনুষ্ঠিত হচ্ছে। 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ডু কুমো তার নির্বাচনী অনুষ্ঠান করছেন মিডটাউন ম্যানহাটনের জিগফেল্ড থিয়েটারে। এটি রেডিও সিটি মিউজিক হলের কাছেই অবস্থিত। রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার নির্বাচনী অনুষ্ঠান হচ্ছে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের একটি রেস্তোরাঁয়।

এদিকে ভোট গণনা শুরুর পর স্বাধীন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ মামদানিকে বিজয়ী ঘোষণা করেছে। আমেরিকায় এ পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তারা এমন ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) এক পূর্বাভাসে এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মামদানিকে বিজয়ী ঘোষণা করেছে।

জে.এস/

নির্বাচন নিউইয়র্ক জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250