শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪

জামায়াত নেতার বক্তব্য ঔদ্ধত্য, অজ্ঞতা, না মূর্খতা—প্রশ্ন মাসুদ কামালের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কিছু বক্তব্য দেশে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তার এসব বক্তব্য নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক  কামাল। এ সময় শাহজাহান চৌধুরীর কথাগুলো কী ঔদ্ধত্য, না কি অজ্ঞতা, না কি মূর্খতা- এমন প্রশ্ন তোলেন মাসুদ কামাল।

বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। মাসুদ কামাল বলেন, জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী আবার আলোচনায় এসেছেন। তবে এবারে আলোচনাটা পরের কোনো ঘটনা নিয়ে নয়, বরং আগে যে ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন, তারও আগের একটা ঘটনা আজকে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। তিনি বক্তৃতা দিতে গিয়ে এমন সব কথা বলেছেন যে কথাগুলো স্বাভাবিকভাবে খুব একটা প্রশংসনীয় নয়। বিতর্কিত বলতেই পারেন, কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর বলতে পারেন।

তিনি বলেন, আগে যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে তিনি কি বলেছিলেন? জামায়াতের সেই সমাবেশে দলটির আমির শফিকুর রহমানও ছিলেন। এটা দু-দিন আগের ঘটনা। সেখানে তিনি (শাহজাহান চৌধুরী) এমন সব কথা বলেছিলেন, যাতে না কি অনেকে বলেছিল যে জামায়াতের ভেতরের চিত্রটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে।

তিনি বলেন, সেখানে তিনি বলেছিলেন যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে, পুলিশ আমাদের পেছনে পেছনে ঘুরবে, আমরা যাকে বলব তার বিরুদ্ধে মামলা দিতে হবে, আমরা যাকে বলব তাকে গ্রেপ্তার করতে হবে- এ ধরনের কথা। তিনি আরো বলেছিলেন, যা প্রশাসনিকভাবে হয়তো আপত্তিকর নয় কিন্তু অনেকে ধর্মীয়ভাবে সেটা আপত্তিকর মনে করতে পারেন।

মাসুদ কামাল বলেন, সেখানে বলেছিলেন যে আমি মনে করি, আল্লাহতায়ালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, জামায়াতকে ক্ষমতায় নেবেন। মানে উনি মনে করেন যে আল্লাহতায়ালা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এটা তিনি কেন মনে করেন, কীভাবে মনে করেন, কি যুক্তিতে মনে করেন- সেটা তার ব্যাপার। কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি নিজেও আলোচনা করেছিলাম।

তিনি বলেন, এখন উনার ১ মিনিট ৪০ সেকেন্ডের যে ভিডিওটা আবার নতুন করে আলোচনায় এসেছে, সে ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিচ্ছিলেন এবং এ সময় তিনি যে কথাটা বলেছিলেন, যে ভাষায় আমরা বুঝব, সেই ভাষায় অনুবাদ করলে, সেটা হলো- খবরদার! খবরদার! আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহতায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন। উনার এই যে বক্তব্যটা, সূর্য উনার জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ উনাকে এরকম মর্যাদা দিয়েছেন, যারা উনাকে চেনেন না- তারা এখনো মাটির নিচে বসবাস করছেন।

তিনি বলেন, এই যে কথাগুলো এগুলো শুনে অনেকে তো ভাবতে পারেন লোকটার কি মস্তিষ্ক বিকৃত, না কি এগুলো কখনো হয়, আবার অনেকে ভাবতে পারেন, তিনি কি অতিঅহংকারী কেউ কিনা? তিনি কি করে বলেন যে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, সূর্য দাঁড়িয়ে থাকার অর্থ মানে সময় স্থির হয়ে থাকবে। এটা হয়? পৃথিবীতে কারো জন্য হয়েছে? তার জন্য বাদ দেন আপনি। এই পৃথিবীতে কারো জন্য কি সূর্য দাঁড়িয়েছিল কখনো? কোনো একটা মানুষের জন্য কি সময় স্থির ছিল? কখনো ছিল? আল্লাহ সেটা করবেন? 

তিনি আরো বলেন, তিনি আল্লাহর উপর ভরসা করে বলছেন যে আল্লাহ তাকে এতটাই সম্মান দিয়েছেন যে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। তাহলে এটা কি ঔদ্ধত্য, না কি অজ্ঞতা? না কি মূর্খতা? কী? এই যে কথাগুলো তিনি বললেন, কেন বলেছেন? তিনি এখানে অবশ্য একজনকে হয়ত হুমকি দিয়ে কথাগুলো বলেছেন বলে মনে হয়। কারণ তার পরের আরেকটা বাক্য এরকম যে চুদুর বুদুর করিও না, লুলা হয়ে যাবা।

তিনি বলেন, মানে যদি আমি সহজ ভাষায় বলি যে উল্টাপাল্টা করো না, তাহলে তুমি কিন্তু পঙ্গু হয়ে যাবে। এটা কি হুমকি? এ সমস্ত পয়েন্ট আলোচনায় আসছে। অলরেডি আসা শুরু করেছে। সবচেয়ে বড় কথা হলো একজন মানুষ কেন এই ধরনের কথা বলেন?

জে.এস/

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250