শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে ট্রাম্পের হস্তক্ষেপ চায় ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আমেরিকান দূতাবাসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিরসনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিপিপি'র (পাকিস্তান পিপলস পার্টি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে তারা দুই পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশীর মধ্যে একটি আলোচনার সুযোগ করে দিতেও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসলামাবাদে আমেরিকান দূতাবাসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মে মাসে চারদিনের সংঘাত প্রমাণ করেছে, ‘পেহেলগামের ঘটনাটি সাজানো ছিল। আমরা এ ঘটনার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিলেও ভারত এর বদলে আগ্রাসন চালিয়েছে। তারা যদি সত্যিই এমন কোনো হামলার প্রমাণ পেত, তাহলে তারা তা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরত।’

তিনি বলেন, ‘আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। গত ৬-৭ই মে ভারতের হামলায় ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। এরপর শুধু আত্মরক্ষার জন্য ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল।’ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিপ্রেমী ও যুদ্ধবিরোধী মানুষ।’

অন্যদিকে আমেরিকা সফররত পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ওয়াশিংটনে প্রবাসী সাংবাদিকদের বলেছেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগেই পরিস্থিতি শান্ত হয়।’ তিনি বলেন, ‘ট্রাম্প অন্তত ১০ বার এ কথা বলেছেন। আমি মনে করি, এ কৃতিত্ব সত্যিই তার।’

তিনি আরও বলেন, ‘যেহেতু যুদ্ধবিরতিতে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই আমি মনে করি, দুই দেশের মধ্যে সংলাপ বা আলোচনা শুরু করার ব্যাপারেও আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা বাস্তবতা বুঝি, ওয়াশিংটনের ভূরাজনীতি কী, তা-ও জানি। আমাদের বার্তা, সত্যের বার্তা। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’

এইচ.এস/

শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250