শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

৫৪ বছরেও কেন বিয়ে করেননি অভিনেত্রী টাবু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

৫৪ বছরে পা রেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। ইন্ডাস্ট্রির ব্যাচেলর নায়ক হিসেবে যেমন আলোচিত সালমান খান, তেমনই ব্যাচেলর অভিনেত্রী হিসেবে সুপরিচিত তিনি। 

প্রায় তিন যুগেরও বেশি ক্যারিয়ারে টাবু কাজ করেছেন অনেক নায়কের বিপরীতে। কখনো কারো সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেই গুঞ্জনের পালে ঝড়ো বাতাস লাগেনি। ফলে ৫৪ বছরেও টাবু থেকে গেছেন অবিবাহিত। 

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল অজয় দেবগনের সঙ্গে টাবুর সম্পর্ক। এই দুই শিল্পীকে ঘিরে এমন সংবাদও প্রচার হয়েছে, যেখানে দাবি করা হয়েছে- অজয়ের কারণেই নাকি কাউকে বিয়ে করেননি এই অভিনেত্রী। 

আসলেই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু জানালেন বিষয়টি একেবারেই তা নয়। অভিনেত্রীর কথায়, তার ভাই আর্য ও অজয় দেবগন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য। 

টাবু জানান, যে ছেলের সঙ্গে বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি। এজন্য অজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো ঘটনা নেই।

অভিনেত্রী হিসেবে টাবুর প্রথম চলচ্চিত্র ছিল ভেঙ্কটেশের সঙ্গে তেলুগু ভাষায় ‘কুলি নম্বর ওয়ান’। এছাড়া অজয় দেবগনের বিপরীতে ‘বিজয় পথ’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 

তিনি দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া রেকর্ডসংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে শিল্পকলায় অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন এই নন্দিত অভিনেত্রী।

ওআ/কেবি

অভিনেত্রী টাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250