ছবি: সংগৃহীত
ভারতের মালয়ালম অভিনেতা জয়কৃষ্ণন এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে এক ট্যাক্সি চালককে লক্ষ্য করে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য ও হয়রানির অভিযোগ উঠেছে।
চালককে সন্ত্রাসী বলার অভিযোগে অভিনেতা জয়াকৃষ্ণন এবং তার সহযোগী সন্তোষ আব্রাহামকে গত রোববার (১২ই অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত বিমল এখনো পলাতক। খবর ইন্ডিয়া টুডের।
এক পুলিশ কর্মকর্তার বরাতে জানা গেছে, অভিযুক্ত তিনজন গত ৯ই অক্টোবর বেঙ্গালুরু বেজাই এলাকার নিউ রোড থেকে একটি ট্যাক্সি বুক করেন।
এরপর চালক আহমদ শফিক তাদের লোকেশন নিশ্চিত করতে ফোন করেন, তখন চালককে লক্ষ্য করে কটূক্তি করা হয় এবং ‘জঙ্গি’ বলে অপমান করা হয়।
অভিযোগের নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। তারা মালয়ালম ভাষায় গালাগাল করে চালক শফিকের পরিবারকে লক্ষ্য করেও আপত্তিকর মন্তব্য করেন। হয়রানির মাত্রা বাড়াতে তারা বারবার লোকেশন পরিবর্তন করে চালক শফিককে হয়রানি করার চেষ্টা করেন।
গ্রেপ্তারের পর পুলিশ জানায়, অভিযুক্তরা নেশাগ্রস্ত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা যায়, এই তিনজন এর আগেও অন্য ট্যাক্সি চালকদের হয়রানি করার চেষ্টা করেছিলেন।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫২ (ইচ্ছাকৃতভাবে অপমান করা)। ৩৫৩(২) ধারা (ধর্মের ভিত্তিতে মিথ্যা মিথ্যা তথ্য ছড়ানো)-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
জয়কৃষ্ণন মালয়ালম ভাষার একাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি ‘ওরু চেরু পুঞ্চিড়ি’, ‘হাউ ওল্ড আর ইউ’ এবং ‘নাট্টুরাজাভু’সহ একাধিক মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং টেলিভিশন অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন