ছবি: সংগৃহীত
বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডে মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরে নাম লেখান চলচ্চিত্রে। কিন্তু কাজের থেকে নানান বিতর্কেই বেশি আলোচিত হয়েছেন তিনি।
ভারতীয় জনপ্রিয় একটি পত্রিকার আয়োজিত ফ্যাশন শোতে সেরা ৯ জন প্রতিযোগিতার মধ্যে পুনম একজন নির্বাচিত হন। এরপর আলোচনায় আসতে খুব বেশি সময় লাগেনি তার।
২০১৩ সালে ‘নেশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। সিনেমায় শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন তিনি। একজন ছাত্রের সঙ্গে তার যৌন সম্পর্কই ছিল সিনেমার মূল বিষয়।
‘নেশা’ সিনেমার পোস্টার ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পোস্টারে পুনমের শরীর আবৃত করেছিল মাত্র দুটি প্ল্যাকার্ড। সেসময় মুম্বাই জুড়ে এই পোস্টার ঘিরে রীতিমতো বিক্ষোভ সৃষ্টি হয়েছিল।
এর সাত বছর পর হিন্দির পাশাপাশি কন্নড়, ভোজপুরী এবং তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন পুনম। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে— ‘লভ ইজ পয়জন’, ‘মালিনী অ্যান্ড কো’, ‘আ গ্যয়া হিরো’, ‘‘দ্য জার্নি অব কর্ম’সহ বেশ কিছু চলচ্চিত্র।
২০১১ সালে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে বিতর্কের কেন্দ্রে চলে আসেন পুনম। অভিনেত্রী ঘোষণা দেন, ভারত বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হলে প্রকাশ্যে নগ্ন হবেন তিনি! গণমাধ্যমে পুনমের এমন বক্তব্য প্রকাশিত হতেই অভিনেত্রীর বিরুদ্ধে জনরোষ জমতে থাকে। যদিও শেষ পর্যন্ত অবশ্য ভারত জিতলেও প্রকাশ্যে আর বিবস্ত্র হননি পুনম।
এর পরের বছর আইপিএলের পঞ্চম মৌসুমে কেকেআর চ্যাম্পিয়ন হলে সত্যিই বিবস্ত্র হন পুনম। বছর তিনেক আগে ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’ একটি অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। কিন্তু লঞ্চ করার কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপ ব্যান করে দেয় গুগল।
তবে গুগল প্লে স্টোর নিষিদ্ধ করলেও পুনম নিজের প্রোফাইলে অ্যাপটি রেখে দিয়েছিলেন। অভিনেত্রীর দাবি ছিল, লঞ্চ করার মাত্র ১৫ মিনিটের মধ্যেই নাকি ১৫ হাজার বার ডাউনলোড করা হয়েছিল পুনমের অ্যাপটি।
গেল বছরই শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেন পুনম। অভিনেত্রীর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে যাবার পরেও অবৈধ ভাবে পুনমের অ্যাপের কনটেন্ট ব্যবহার করছিল রাজ কুন্দ্রার সংস্থা। যদিও তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে রাজ কুন্দ্রার সংস্থা।
আরো পড়ুন: নতুনদের সঙ্গে কাজ করতে চান মৌসুমী
গেল বছরের ১লা সেপ্টেম্বর দুবছর লিভ-ইন সম্পর্কে থাকার পর আলোকচিত্রী স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। তবে কিছুদিন না যেতেই দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুনম। পরে অভিনেত্রীর অভিযোগের জেরে গ্রেপ্তারও করা হয় স্যামকে।
এর এক সপ্তাহ পরই ভোল পাল্টান পুনম। সব অভিযোগ তুলে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান দুজনেই। কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না পুনমের। এরপরেই গোয়া পুলিশের হাতে গ্রেপ্তার হন পুনম-স্যাম। দুজনেই বিরুদ্ধে অভিযোগ ছিল— দক্ষিণ গোয়ার ক্যানাকোনায় চাপোলি বাঁধের ওপরে অশ্লীল ভিডিও শুট করেন তারা।
গোয়ার কালাঙ্গুটে এলাকার একটি পাঁচতারকা হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পুনম ও তার স্বামী স্যামকে। পরে এই মামলায় দুজনেই ২০ হাজার টাকা করে বন্ডের বিনিময়ে শর্তাধীন জামিন পান তারা।
সম্প্রতি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টে দ্রুতই সার্ভিক্যাল ক্যানসারে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে।
আবার সেই একই একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে পুনম জানান তার মৃত্যুর সংবাদ সত্য নয়। ভিডিও তে তিনি বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আমি মারা যাইনি।’ তিনি আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন।
নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। মৃত্যুর এই নাটপ সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে তিনি জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্য তিনি এই মিথ্যা নাটক সাজান।
সূত্র: আনন্দবাজার
এসি/ আই.কে.জে/