রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকা ইউলিয়াকেই কি বিয়ে করতে যাচ্ছেন সালমান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান প্রাণনাশের হুমকির মাঝেই ‘দাবাং টু’ সিনেমার শুটিং করছিলেন। এরই মধ্যে প্রেমিকা ইউলিয়া ভান্তুরের বাবার জন্মদিনের নিমন্ত্রণে শত ব্যস্ততার মাঝেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে নায়ক হাজির। শুধু তাই নয় ইউলিয়া ও তার বাবা-মায়ের সঙ্গে ‘ফ্যামিলি ফটো’ও তুলেছেন। এতেই নেটিজেনদের প্রশ্ন। তাহলে ‘প্রেমিকা’ ইউলিয়াকেই কি বিয়ে করতে যাচ্ছেন বলিউড ভাইজান?

সম্প্রতি বাবার জন্মদিন উদ্‌যাপনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউলিয়া। আর সেই ছবিতে দেখা মিলেছে সালমানের। একটি ছবিতে বাবার কাঁধে মাথা রেখে বসে আছেন ইউলিয়া। তাদের পেছনে হাসিমুখে দাঁড়িয়ে সালমান।

অন্য ছবিতে, ইউলিয়ার মা ও বাবার সঙ্গে দাঁড়িয়ে অভিনেতা। একদম হাসিখুশি পরিবারের প্রতীকস্বরূপ। তবে সকলের নজর কেড়েছে ছবির সঙ্গে লেখা ইউলিয়ার ক্যাপশন। বাবা ও সালমানের সঙ্গে তোলা ছবিতে ইউলিয়া লিখেছেন, ‘দুই নায়ক’। 

প্রশ্ন উঠেছে, প্রত্যেক মেয়ের জীবনে বাবা নায়কই হন। বাবার পাশে সালমানকে জায়গা দিয়ে কি সম্পর্কের গভীরতারই ইঙ্গিত দিলেন ইউলিয়া? শুধু তাই নয়, সালমান যে ইউলিয়ার পরিবারের অংশ হয়ে উঠেছেন, তা-ও স্পষ্ট ছবি দু'টিতে। 

হাসিমুখে সালমানের সঙ্গে পোজ দিয়েছেন ইউলিয়ার মা-বাবা। ইউলিয়ার বাবা কখনও আবার সালমানের কাঁধে স্নেহের হাতও ছুঁয়ে রেখেছেন। যা দেখে মডেলের সঙ্গে অভিনেতার বিয়ের জল্পনা নতুন করে ডালাপালা মেলেছে।

এর কয়েক দিন আগে, সালমানের বাবা সেলিম খানের জন্মদিনেও তার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন ইউলিয়া। তাকে নিজের ঘরের মেয়ে করে নেওয়ার জন্য সেলিমকে ধন্যবাদ জানান তিনি। এসবই দুজনের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জনের সৃষ্টি করেছে। 

আরও পড়ুন: কেন বিয়ে করছেন না অভিনেত্রী পায়েল

জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন সালমান। সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে ভেস্তে যায়। সোমি আলির সঙ্গেও সম্পর্ক টেকেনি। তবে সালমানের দুই বহুচর্চিত সম্পর্ক ছিল ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। 

তাই শেষ পর্যন্ত ইউলিয়ার সঙ্গেই সালমান সেই অধরা স্বীকৃতি পেলেন কি না, নতুন ছবি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন।

বেশ কয়েক বছর ধরেই ইউলিয়া এবং সালমানের মধ্যে সম্পর্ক বলে শোনা যায়। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা না বললে, তিনি যে সালমানের জীবনের অংশ, তা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন। সালমানের সঙ্গে বিদেশে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাকে, সালমানের ফার্মহাউসেও দেখা গিয়েছে। আবার ইউলিয়ার জন্মদিনে সালমানকেও এলাহি আয়োজন করতে দেখা গিয়েছে। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন সালমান? এমনটাই অনুরাগীদের প্রশ্ন।

এসি/ আই.কে.জে/   

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন