ছবি: সংগৃহীত
চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনারকে রাখা হয়নি আগামী সপ্তাহে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলেও। তবে ৯ই সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য তাকে নিয়েই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১৬ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা। ১৩ই সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা।
আজ বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় এশিয়া কাপের দল ঘোষণার আগে সকালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে এসএলসি। সে দলে হাসারাঙ্গার বদলি হিসেবে ডাকা হয়েছে দুশান হেমন্তকে। ৩রা সেপ্টেম্বর শুরু সিরিজটির দলে থাকা ভিশেন হালামবাগেও এশিয়া কাপের দলে নেই।
হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফেরানোর অর্থ জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপে চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা। বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা।
খবরটি শেয়ার করুন