ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) করে দেশে ফিরবেন। আগামী সোমবার (৫ই মে) তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (৩রা মে) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল। তবে সোমবার কখন তিনি দেশে ফিরবেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে বিএনপির মহাসচিব বলেন, ‘যে বিমানে খালেদা জিয়া গেছেন (কাতারের রয়েল অ্যাম্বুলেন্স) সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন। সময়ের ব্যাপারে যখনই নিশ্চিত হব, আবার গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তা পৌঁছে দেব।’
যদিও এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, রোববার (৪ঠা মে) সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। তার সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।
এদিকে গত ৮ই জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, চার মাস পর চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন। তাই অত্যন্ত শৃঙ্খলাসহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতা-কর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। নেতা-কর্মীরা এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে দাড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন।
তবে আজ সংবাদ সম্মেলনের আগে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর বিষয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল।
আরএইচ/