বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি

সির আমন্ত্রণে চীনে যেতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি (সংগৃহীত)

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২শে জুলাই) হোয়াইট হাউসে সংবাদিকদের এ কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সুরাহা করা। খবর রয়টার্সের।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট সি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন। অদূর ভবিষ্যতেই আমরা এটা করব। দিনটি খুব দূরে নয়।’ চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের এশিয়া সফরের কথা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র। তখন দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও সি চিন পিংয়ের সহযোগীরা।

তবে সাক্ষাতের ওই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, চলতি বছরের ৩০শে অক্টোবর থেকে ১লা নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার সময়ে চীনে যাত্রাবিরতি দিয়ে সির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প। ওই সম্মেলনের ফাঁকেও তাদের সাক্ষাৎ হতে পারে।

আরেকটি সম্ভাব্য তারিখ হলো ৩রা সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে সেদিন বেইজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সময় চীন সফর করতে পারেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প সি চিন পিং আমেরিকা-চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250