বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন করতে ডিসিদের নির্দেশনা দেবে ইসি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘যে কোনো মূল্যে একটি উত্তম ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন (ত্রয়োদশ জাতীয় সংসদ) করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্বাচন কমিশন নির্দেশনা দেবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের বার্তা দেওয়া হবে ডিসিদের। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) জেলা প্রশাসকদের সম্মেলনে নির্দেশনামূলক বক্তব্য দেবে ইসি।’

রোববার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ইসি বিশ্বাস করে, এবার নির্বাচনে কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। দেশের ইতিহাসে একটি উত্তম নির্বাচন হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘এবার ডিসি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ইসি। ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসির জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে।’

ডিসিদের উদ্দেশে ইসির কী ধরনের বার্তা থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। সেক্ষেত্রে এবার যেহেতু বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই; একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে— এই মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করবো।’

আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কী না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে, আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি।’

হা.শা./কেবি

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন