বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের *** ‘সেফ এক্সিটের তালিকার শীর্ষে কোন উপদেষ্টারা’ *** শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের *** উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার লালবাগ কেল্লায় আয়োজিত অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছেন স্থানীয় শতাধিক মানুষ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৮ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার সময় নির্ধারণ করা ছিল। তার আগেই এই অনুষ্ঠান বন্ধ করতে স্থানীয় কিছু মানুষ লালবাগ কেল্লার গেটে অবস্থান নেন।

সেখানে অবস্থানকারী কয়েকজন বক্তৃতাও দেন। একজন বলেন, 'আমাদের দেশের টাকা দিয়ে নাচ-গান চলবে না।'

কেল্লার পাশে লালবাগ শাহী মসজিদ উল্লেখ করে অপর একজন বলেন, 'নাচ-গান করে লালবাগ মাদ্রাসা, লালবাগ শাহী মসজিদকে আমরা কলুষিত করতে দেব না।'

তিনি নাচ-গান বন্ধ না হওয়ার পর্যন্ত উপস্থিত সবাইকে সেখানেই অবস্থান করার আহ্বান জানান। এ সময় তারা 'লালবাগের মাটিতে নাচ-গান হবে না'সহ নানা স্লোগান দেন।

পরবর্তীতে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, 'তারা মনে করেছিলেন এখানে নাচ ও গানের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে আমরা তাদের এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। তারা বিষয়টি বুঝতে পেরে চলে গেছেন।'

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যা অনুষ্ঠানের এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলী খান এবং এই প্রজন্মের তরুণ, প্রতিভাবান শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250