শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

মরগান ফ্রিম্যানের পছন্দের সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তার পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।

এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প ‘মুলা রুজ’। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যান। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হন। তার প্রেমে পড়েন। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। 

সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এ বিভক্তি যে কোনো মহৎ শিল্পের লক্ষণ।’

আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’ ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় ‘অল ইন দ্য ফ্যামিলি’কে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। 

আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’

এইচ.এস/

হলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250