বুধবার, ২৩শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসির ফলাফলে সেরা সিলেট, সবার পেছনে ময়মনসিংহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে খারাপ করেছে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

মঙ্গলবার (১৫ই অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়। এতে এই তথ্য পাওয়া গেছে।

এবার ৯টি সাধারণ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

ওআ/ আই.কে.জে/

এইচএসসি

খবরটি শেয়ার করুন