সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কিংবদন্তি খেলোয়াড়কে মরণোত্তর ক্ষমার ঘোষণা ট্রাম্পের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুখবরটা যখন এলো, তখন তিনি পৃথিবীতে নেই। গত বছর সেপ্টেম্বরে ৮৩ বছর বয়সে মারা গেছেন আমেরিকার বেসবল তারকা পিট রোজ। তিনি খেলায় বাজি ধরে আজীবন নিষিদ্ধ হন এবং পরে কর ফাঁকির দায়ে কারাবরণও করেছিলেন।

রোজ মারা যাওয়ার কয়েক মাস পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মরণোত্তর ক্ষমা করার ঘোষণা দিলেন। মেজর লিগ বেসবলে (এমএলবি) সর্বকালের সর্বোচ্চ হিটের মালিক রোজকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি পিট রোজের ক্ষমার আদেশে স্বাক্ষর করব। যার বেসবলে বাজি ধরা উচিত ছিল না, তবে তিনি তো শুধু নিজের দলের জয়ের পক্ষেই বাজি ধরেছিলেন। বেসবল, যা এখন ধ্বংসের পথে, ঢিলেমি ছেড়ে পিট রোজকে বেসবলের হল অব ফেমে নির্বাচিত করা উচিত। যদিও অনেক দেরি হয়ে গেছে।’

খেলোয়াড়ি জীবনে ‘শার্লি হাসল’ তকমায় পরিচিত ছিলেন রোজ। কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতার জন্যও ছিলেন বিখ্যাত। এমএলবি ক্যারিয়ারের অনেক রেকর্ডই এই কিংবদন্তির দখলে।

এইচ.এস/

পিট রোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন