ছবি: সংগৃহীত
দেশের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নতুন বছরে নতুন সিনেমায় যুক্ত হলেন। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব, আর তার বিপরীতে রূপা চরিত্রে দেখা যাবে পরীমণিকে। এতে করে বলা যায়, নিরবের ‘গোলাপ’-এ সুবাস ছড়াবেন পরীমণি।
নতুন এই সিনেমা নিয়ে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেকদিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।’
আরও পড়ুন: বিয়ের পরিকল্পনা নিয়ে যা জানালেন অর্জুন কাপুর
পরিচালক সামছুল হুদা গণমাধ্যমকে বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাকে এই সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’
ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটি।
এসি/কেবি