আজ বৃহস্পতিবার (৩রা জুলাই) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় দফায় নবম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: বাসস
রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩রা জুলাই) দ্বিতীয় দফায় নবম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।
আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। কমিশনের সঙ্গে আজকের আলোচনায় অংশ গ্রহণ করছেন ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। খবর বাসসের।
কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনায় আগের অমীমাংসিত বিষয়ে অধিকতর আলোচনা হওয়ার পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও জরুরি অবস্থা ঘোষণা- এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
খবরটি শেয়ার করুন