শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রিটেনের দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। খবর এএফপির।

গতকাল শুক্রবার (৯ই মে) ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। 

আইপিএলে খেলতে আসা দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।

গত এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার (৬ই মে) থেকে দেশটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে।

এদিকে পিএসএলে ৬ দলের  ম্যাচ বাকি ৮টি, ১০ দলের আইপিএলে বাকি ১৬টি। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। আর এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পরই আইপিএল চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এ ছাড়া দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড। তবে ইসিবির এক সূত্র জানায়, এ বছরের সেপ্টেম্বর সম্ভাব্য সময় হতে পারে।

আরএইচ/


আইপিএল ভারত-পাকিস্তান পিএসএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন