ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিয়াংকা নামে এক স্কুলছাত্রীকে হত্যার মামলায় হাসান (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত হাসান রূপগঞ্জের বরাবো এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ২০১৭ সালে রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
আরও পড়ুন: মা-ছেলেকে হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
আদালতের পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা গণমাধ্যমকে বলেন, ২০১৭ সালের ৬ই নভেম্বর রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার মহিউদ্দিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়াংকা বরাবো এলাকায় অবস্থিত হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন