ছবি: সংগৃহীত
সৌদি আরবে ইউক্রেন ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প প্রশাসন কিয়েভের প্রতি কিছুটা নমনীয়। যুদ্ধ বন্ধে এখন রাশিয়ারও যে দায় আছে, সেটা বলে দিয়েছে আমেরিকা। খবর বিবিসির।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘বল এখন রাশিয়ার মাঠে।’ এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন, যা বেশ তাৎপর্যপূর্ণ।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে মীমাংসা করতে চাইছিলেন, যত দূর জানা যায় তা ঘিরে অনিশ্চয়তা আছে। কারণ, নিজেদের শান্তিচুক্তি মানতে ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিলেও পুতিনকে কোনো চাপ দিচ্ছিলেন না ট্রাম্প। ফলে ট্রাম্পের তৎপরতায় একধরনের ভারসাম্যহীনতা ছিল।
ওয়াশিংটন-কিয়েভের যৌথ বিবৃতিতে স্থায়ী যুদ্ধ বন্ধের ‘বাস্তবসম্মত বিবরণ’ নিয়ে কথা বলা হয়েছে। পাশাপাশি ‘দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য’ ইউক্রেন যে ধরনের নিশ্চয়তা আশা করে, সেই বিষয়েও কিছু কথা বলা হয়েছে।
এমন পরিস্থিতিতে এখন রাশিয়া চাপ অনুভব করতে শুরু করেছে বলে মনে করছেন অনেকে।
রবি.হক/
খবরটি শেয়ার করুন