শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

হারের পর যাদের দোষছেন শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শুক্রবার (২১শে জুন) হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা।

আন্টিগুয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি নাজমুল হোসেন শান্তর দল। তবে অফ ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়দের প্রচেষ্টা বোলারদের কিছুটা লড়াই করার মতো স্কোর এনে দেয় বাংলাদেশকে। তবে ডেভিড ওয়ার্নার ও বৃষ্টির বাধায় এই রান সহজেই পেরিয়ে যায় অজিরা ।

বাংলাদেশের ব্যাটিং দেখে পিচের অবস্থা করুণ বলে মনে হলেও তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত ঠিকই রান বের করে এনেছেন। অস্ট্রেলিয়াও দ্রুত রান তুলেছে। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। এ কথাটা মানছেন অধিনায়ক শান্তও। বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান , ‘উইকেট ভালো ছিল, হয়তো একটু স্লো ছিল। তবে এই উইকেটে আমাদের এত অল্প রান করা উচিত হয়নি। মোটামুটি ১৭০ রান করলে হয়তো লড়াই করা যেত।’

ম্যাচটিতে বাংলাদেশ রিশাদকে পাঠায় চার নম্বরে ব্যাটিং করতে ৷ এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সবমিলে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য আজকের রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

১৪০ রানের পূঁজি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করা খুব কঠিন। তবে এই বিশ্বকাপে বাংলাদেশকে সব আশা ভরসা জোগানো দলের বোলিং ইউনিটের ওপর বাজি ছিল শান্তর। তবে শান্তর আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। মোস্তাফিজ ও তাসকিন আজ লাইন লেন্থ ঠিকভাবে রেখে বোলিং করতে পারেননি। এ প্রসঙ্গে শান্ত বলেন , ‘আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।’ 

এইচআ


বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250