বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

হারের পর যাদের দোষছেন শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শুক্রবার (২১শে জুন) হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা।

আন্টিগুয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি নাজমুল হোসেন শান্তর দল। তবে অফ ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়দের প্রচেষ্টা বোলারদের কিছুটা লড়াই করার মতো স্কোর এনে দেয় বাংলাদেশকে। তবে ডেভিড ওয়ার্নার ও বৃষ্টির বাধায় এই রান সহজেই পেরিয়ে যায় অজিরা ।

বাংলাদেশের ব্যাটিং দেখে পিচের অবস্থা করুণ বলে মনে হলেও তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত ঠিকই রান বের করে এনেছেন। অস্ট্রেলিয়াও দ্রুত রান তুলেছে। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। এ কথাটা মানছেন অধিনায়ক শান্তও। বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান , ‘উইকেট ভালো ছিল, হয়তো একটু স্লো ছিল। তবে এই উইকেটে আমাদের এত অল্প রান করা উচিত হয়নি। মোটামুটি ১৭০ রান করলে হয়তো লড়াই করা যেত।’

ম্যাচটিতে বাংলাদেশ রিশাদকে পাঠায় চার নম্বরে ব্যাটিং করতে ৷ এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সবমিলে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য আজকের রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

১৪০ রানের পূঁজি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করা খুব কঠিন। তবে এই বিশ্বকাপে বাংলাদেশকে সব আশা ভরসা জোগানো দলের বোলিং ইউনিটের ওপর বাজি ছিল শান্তর। তবে শান্তর আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। মোস্তাফিজ ও তাসকিন আজ লাইন লেন্থ ঠিকভাবে রেখে বোলিং করতে পারেননি। এ প্রসঙ্গে শান্ত বলেন , ‘আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।’ 

এইচআ


বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন