বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

যে মানসিকতা তার পছন্দ নয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী র‌্যাচেল জেগলার। ‘স্নো হোয়াইট’খ্যাত এ তারকা সম্প্রতি অনলাইনে তাকে নিয়ে করা নেতিবাচক মন্তব্য ও সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন। আই-ডি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এসব নেতিবাচকতা কখনোই তাকে লক্ষ্য থেকে সরাতে পারে না। বরং ‘ভুক্তভোগী মানসিকতা’ পরিহার করে তিনি সব সময়ই ইতিবাচকতার পক্ষে।

এ হলিউড তারকা বলেন, ‘এটা মজার... তবে মাঝে মাঝে এটা খুবই উদ্বেগজনক হয়ে দাঁড়ায়।’ এরপরও এমন পরিস্থিতিতে নিজের মানসিক দৃঢ়তা বজায় রাখেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে র‌্যাচেল বলেন, ‘আমি মনে করি ভুক্তভোগী মানসিকতা অনেকের পছন্দ হতে পারে, কিন্তু আমার এটি পছন্দ না। আমি সব সময় ইতিবাচক দিক খুঁজে বের করি এবং সুখকে বেছে নিই।’

‘মাঝে মাঝে আমি বিশ্বাস করি, সুখ একেবারেই ব্যক্তিগত পছন্দের বিষয়। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে মনে করি, আমি যে জীবন যাপন করি, তা উপভোগ করার জন্য আমি খুব ভাগ্যবান। সবাই এমনটা মনে নাও করতে পারে,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে ডিজনির লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’-এ অভিনয় করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন র‌্যাচেল। সেবার অনেকে ১৯৩৭ সালের ঐতিহ্যবাহী অ্যানিমেটেড চরিত্রের তুলনায় তার চেহারা ভিন্ন হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এরপর ২০২২ সালে প্রিন্স চার্মিং চরিত্র সম্পর্কে মন্তব্য করেও নতুন করে বিতর্কে জড়ান এ অভিনেত্রী।

সম্প্রতি গাজায় চলমান মানবিক সংকটের মাঝেও র‌্যাচেল জেগলার ফিলিস্তিনের প্রতি তার সহানুভূতি ও সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার সহানুভূতির কোনো সীমা নেই এবং একটি কারণের প্রতি আমার সমর্থন অন্য কোনো কারণকে নিন্দার মুখে ফেলে না। এটাই আমার ব্যক্তিত্ব এবং এভাবেই আমি বড় হয়েছি।’


হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন