ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালাচ্ছে কমিশন। সেই ধারাবাহিকতায় আগামীকাল রোববার (১৬ই নভেম্বর) আরো ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
এ সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া সেখানে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনারেরা।
ইসির জনসংযোগ শাখার পরিচালক সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে জানান, আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট , ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সংলাপ রয়েছে।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি জাসদ, ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন সঙ্গে মতবিনিময় করবে।
গত বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে শুরু হওয়া প্রথম দিনের এ সংলাপে দুইটি পৃথক সেশনে ১২টি রাজনৈতিক দল থেকে তিনজন প্রতিনিধি অংশগ্রহন করেন।
এর আগে ইসি জানিয়েছে, সংলাপে দলগুলোর কাছ থেকে নির্বাচন সংক্রান্ত মতামত, সুপারিশ ও প্রস্তাব গ্রহণ করা হবে। সংলাপ শেষে কমিশন একটি সারসংক্ষেপ তৈরি করে তা জনসমক্ষে প্রকাশ করবে।
ইসি সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করি রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দেবে। সংলাপের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে।
খবরটি শেয়ার করুন