শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খান ক্ষমা চাইবেন না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান গত বছরের ৯ই মে'র দাঙ্গার ঘটনায় ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী  গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আদিয়ালা কারাগারে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় আদালতের শুনানি শেষে ইমরান খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গত বছরের ৯ই মার্চ সহিংস বিক্ষোভের ঘটনা নিয়ে ক্ষমা চাইবেন কিনা- এমন প্রশ্ন করা হয় ইমরান খানকে। এর জবাবে ক্ষমতাচ্যুত ইমরান খান বলেন, সেইসময় আমি আটক ছিলাম এবং সেইসব বিক্ষোভ সম্পর্কে অবগত ছিলাম না। 

আরো পড়ুন: এবার ইসরায়েলকে সতর্কবার্তা দিলেন বাইডেন

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরো জানান, আমি বিক্ষোভ সম্পর্কে জানতাম না এবং তৎকালীন প্রধান বিচারপতির সামনে যখন হাজির হই তখন এসব সম্পর্কে জানতে পারি। 

ইমরান বলেন, 'আমি ইতোমধ্যে এসব সহিংস বিক্ষোভের বিরুদ্ধে নিন্দা জানিয়েছি।'

ইমরানকে আটকের ঘটনায় গত বছরের ৯ই মে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।  দেশটির সেনাবাহিনী ও ক্ষমতাসীন দলের অভিযোগ, ইমরানের দলের কর্মীরা পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে নামে এবং সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক তাণ্ডব চালায়।

সূত্র: অনলাইন পত্রিকা ডন 

এসি/



ইমরান খান ক্ষমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন