রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ

৪১ বছর পর কারামুক্ত কে এই ফিলিস্তিন সমর্থক জর্জেস আবদাল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪১ বছর কারাভোগের পর ফ্রান্সের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৭৪ বছর বয়সী ফিলিস্তিন সমর্থক লেবাননের নাগরিক জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ। গত শুক্রবার (২৫শে জুলাই) ভোরে দক্ষিণ ফ্রান্সের একটি কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছান। খবর বিবিসির।

আবদাল্লাহর আইনজীবী জানান, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সবচেয়ে দীর্ঘ সময় জেলে থাকা ব্যক্তিদের একজন তিনি। ১৯৮৭ সালে ফ্রান্সে এক আমেরিকান ও এক ইসরায়েলি কূটনীতিককে হত্যার মামলায় আবদাল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি এখনও বামপন্থী মার্ক্স-লেনিনবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত।

তার সাদা দাড়ি ও দৃঢ় দৃষ্টিভঙ্গি এখনও বামপন্থী বিক্ষোভের ব্যানারে দেখা যায়। প্রতিবছর একবার প্রতিবাদকারীরা তার মুক্তির দাবিতে কারাগারের সামনে জমায়েত হতেন। ফ্রান্সের তিনটি বামপন্থী নেতৃত্বাধীন পৌরসভা তাকে ‘সম্মানসূচক নাগরিক’ ঘোষণা করেছিল।

১৯৯৯ সাল থেকে জামিনের জন্য আবেদন করে আসছিলেন আবদাল্লাহ। কিন্তু তার সব আবেদন প্রত্যাখ্যান করা হয়। সমর্থকরা মনে করেন, এর পেছনে আমেরিকা ও ইসরায়েলের চাপ কাজ করেছে।

লানেমাজান কারাগারের সেলে বসে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদাল্লাহ বলেন, ‘আমি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি মনোযোগ দিয়ে মানসিকভাবে সুস্থ থাকতে পেরেছি। যদি এই সংগ্রাম না থাকত, তবে ৪০ বছরের কারাভোগে আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যেত।’

১৯৫১ সালে উত্তর লেবাননের এক খ্রিষ্টান পরিবারে জন্ম হয় জর্জেস ইব্রাহিম আবদাল্লাহর। ১৯৭০-এর দশকের শেষভাগে ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে তিনি লেবাননের আর্মড রেভল্যুশনারি ফ্র্যাকশনস (এলএআরএফ) নামে একটি ছোট মার্ক্সবাদী দল গঠনে সাহায্য করেন।

১৯৭৮ ও ১৯৮২ সালে দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের অবস্থানে হামলা চালায় ইসরায়েল। এরপর আবদাল্লাহর দলটি ইউরোপে ইসরায়েল ও আমেরিকার লক্ষ্যবস্তুতে হামলা করে। ফ্রান্সে পাঁচটি হামলা চালান তারা। ১৯৮২ সালে স্ট্রাসবুর্গে আমেরিকান কূটনীতিক চার্লস রে এবং প্যারিসে ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানতোভকে গুলি করে হত্যা করা হয়। ১৯৮৪ সালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন আবদাল্লাহ।

জে.এস/

ফিলিস্তিন জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ ফ্রান্সের কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন