রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

৪১ বছর পর কারামুক্ত কে এই ফিলিস্তিন সমর্থক জর্জেস আবদাল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪১ বছর কারাভোগের পর ফ্রান্সের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৭৪ বছর বয়সী ফিলিস্তিন সমর্থক লেবাননের নাগরিক জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ। গত শুক্রবার (২৫শে জুলাই) ভোরে দক্ষিণ ফ্রান্সের একটি কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছান। খবর বিবিসির।

আবদাল্লাহর আইনজীবী জানান, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সবচেয়ে দীর্ঘ সময় জেলে থাকা ব্যক্তিদের একজন তিনি। ১৯৮৭ সালে ফ্রান্সে এক আমেরিকান ও এক ইসরায়েলি কূটনীতিককে হত্যার মামলায় আবদাল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি এখনও বামপন্থী মার্ক্স-লেনিনবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত।

তার সাদা দাড়ি ও দৃঢ় দৃষ্টিভঙ্গি এখনও বামপন্থী বিক্ষোভের ব্যানারে দেখা যায়। প্রতিবছর একবার প্রতিবাদকারীরা তার মুক্তির দাবিতে কারাগারের সামনে জমায়েত হতেন। ফ্রান্সের তিনটি বামপন্থী নেতৃত্বাধীন পৌরসভা তাকে ‘সম্মানসূচক নাগরিক’ ঘোষণা করেছিল।

১৯৯৯ সাল থেকে জামিনের জন্য আবেদন করে আসছিলেন আবদাল্লাহ। কিন্তু তার সব আবেদন প্রত্যাখ্যান করা হয়। সমর্থকরা মনে করেন, এর পেছনে আমেরিকা ও ইসরায়েলের চাপ কাজ করেছে।

লানেমাজান কারাগারের সেলে বসে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদাল্লাহ বলেন, ‘আমি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি মনোযোগ দিয়ে মানসিকভাবে সুস্থ থাকতে পেরেছি। যদি এই সংগ্রাম না থাকত, তবে ৪০ বছরের কারাভোগে আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যেত।’

১৯৫১ সালে উত্তর লেবাননের এক খ্রিষ্টান পরিবারে জন্ম হয় জর্জেস ইব্রাহিম আবদাল্লাহর। ১৯৭০-এর দশকের শেষভাগে ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে তিনি লেবাননের আর্মড রেভল্যুশনারি ফ্র্যাকশনস (এলএআরএফ) নামে একটি ছোট মার্ক্সবাদী দল গঠনে সাহায্য করেন।

১৯৭৮ ও ১৯৮২ সালে দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের অবস্থানে হামলা চালায় ইসরায়েল। এরপর আবদাল্লাহর দলটি ইউরোপে ইসরায়েল ও আমেরিকার লক্ষ্যবস্তুতে হামলা করে। ফ্রান্সে পাঁচটি হামলা চালান তারা। ১৯৮২ সালে স্ট্রাসবুর্গে আমেরিকান কূটনীতিক চার্লস রে এবং প্যারিসে ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানতোভকে গুলি করে হত্যা করা হয়। ১৯৮৪ সালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন আবদাল্লাহ।

জে.এস/

ফিলিস্তিন জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ ফ্রান্সের কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250