ছবি: সংগৃহীত
প্রথমদিন থেকে প্রশংসিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশিরভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকের লম্বা সারি। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা।
একই সঙ্গে গতকাল শনিবার (১২ই এপ্রিল) শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা। গতকাল অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘দাগি’। এ মাসেই দেশের বাইরে মুক্তি পাবে ‘বরবাদ’ ও ‘জংলি’।
এবারের ঈদের সিনেমার মধ্যে সবার আগে দেশের বাইরে মুক্তি পেল শিহাব শাহীনের ‘দাগি’। গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। নির্মাতা শিহাব শাহীন জানান, পথ প্রোডাকশনসের পরিবেশনায় ২৭শে এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের অধীনে নিউজিল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি।
এরপর পর্যায়ক্রমে আমেরিকা, কানাডাসহ আরও অনেক দেশে মুক্তির কথা রয়েছে। দাগিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।
সিনেমা প্রযোজনায় আগেই নাম লিখিয়েছেন শাকিব খান। এবার সিনেমা পরিবেশনা শুরু করছে তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস। ১৮ই এপ্রিল আমেরিকা ও ১৯শে এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে পরিবেশনা শুরু করবে এসকে ফিল্মস।
১৮ই এপ্রিল থেকে আমেরিকার নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, মেরিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ায় চলবে বরবাদের প্রদর্শনী। ১৯শে এপ্রিল কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে মুক্তি পাবে সিনেমাটি।
পরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে বরবাদ। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমায় শাকিব খানের নায়িকা পশ্চিমবঙ্গের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
ঈদের আগেই ‘জংলি’র প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানিয়েছিল, ২৫শে এপ্রিল দেশের বাইরে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পর্যায়ে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে জংলি।
কানাডা ও আমেরিকায় জংলির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে রেভেরি ফিল্মস। সুইডেনে মুক্তি পাবে ফ্রেন্ডস মুভিজ ও অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মসের পরিবেশনায়।
জংলি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি বানিয়েছেন এম রাহিম।
এ ছাড়া ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমার বিদেশে মুক্তি নিয়ে আলাপ চলছে বলে জানিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন।
ঈদের দিন থেকে বাংলা সিনেমা দেখতে সিনেপ্লেক্সে ভিড় ছিল লক্ষণীয়। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেক দর্শক। বাংলা সিনেমার চাহিদা থাকা সত্ত্বেও সিনেপ্লেক্সে হলিউড সিনেমার প্রদর্শনী নিয়ে হয়েছে সমালোচনা। অনেকে হলিউড সিনেমা নামিয়ে বাংলা সিনেমার প্রদর্শনী বাড়ানোর দাবি জানিয়েছেন।
অবশেষে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো হলিউড সিনেমা। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার বাংলা সিনেমা—বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২।
ঈদে মুক্তি পাওয়া ছয়টি বাংলা সিনেমার সঙ্গে দুটি ইংরেজি সিনেমা দিয়ে ঈদ উৎসব শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে হলিউডের সিনেমার শোগুলোয় ভাগ বসিয়েছে বাংলাদেশি সিনেমা।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন