ছবি: সংগৃহীত
আমেরিকা ও ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
স্থানীয় সময় গত বুধবার (১৬ই জুলাই) হোয়াইট হাউসে সংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে আমরা খুব কাছাকাছি রয়েছি। এই চুক্তির আওতায় তারা (ভারত) বাজার উন্মুক্ত করবে।’ এদিন সম্প্রচার মাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেন ট্রাম্প।
গত ২রা এপ্রিল বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের ওপর আরোপ করা হয় ২৭ শতাংশ শুল্ক। পরে ৯ই জুলাই পর্যন্ত ওই শুল্ক স্থগিত করে ওয়াশিংটন। এ সময়ের আগপর্যন্ত দেশগুলোকে আমেরিকার বাণিজ্য চুক্তির জন্য আলোচনার সুযোগ দেওয়া হয়। যদিও সম্প্রতি এই সময়সীমা বাড়িয়ে ১লা আগস্ট করা হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন